সিলেটে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হল হাছন উৎসবের প্রথম দিন


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ২২, ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন /
সিলেটে জমকালো আয়োজনের মধ্যদিয়ে শেষ হল হাছন উৎসবের প্রথম দিন

সিলনিউজ অনলাইন ডেস্ক : সিলেটে সুন্দর এবং সুশৃঙ্খলভাবে শেষ হলো হাছন উৎসবের প্রথম দিন। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং হাছন রাজার গানে আনন্দঘন দিন কাটিয়েছেন শ্রোতা সঙ্গীত প্রেমিরা।

২১ ডিসেম্বর (রবিবার) নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মরমী সাধক হাছন রাজার স্মরণে হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় হাছন উৎসব অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় শান্তির প্রতীক পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধনের পর অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, প্রতাপশালী জমিদার হওয়া সত্ত্বেও হাছন রাজা মরমী সাধনার মাধ্যমে আত্মশুদ্ধির পথে নিজেকে পরিচালিত করেছিলেন। তাঁর গান ও লেখায় গভীর আধ্যাত্মিকতা, মানবজীবনের রহস্য এবং মানুষ ও মানবতার প্রতি অগাধ প্রেম ফুটে উঠেছে। বক্তারা বলেন, হাছন রাজার মানবতাবোধের বাণী সমাজে যত বেশি ছড়িয়ে পড়বে, সমাজ তত বেশি শান্তিপূর্ণ হবে।

আলোচকরা আরও বলেন, বর্তমান সময়েও হাছন রাজার জীবনদর্শন অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর মরমী দর্শন ও জীবনবোধ সমাজের সর্বস্তরে, বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরতে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে ভূমিকা রাখায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদকে ধন্যবাদ জানান বক্তারা। তারা আশাবাদ ব্যক্ত করেন, লোক ঐতিহ্য সংরক্ষণ ও প্রচারে এই উৎসব একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের সভাপতি ডা. মোহাম্মদ জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে এবং এ কে এম কামরুজ্জামান মাসুম ও জান্নাতুল নাজনীন আশার সঞ্চালনায় আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল (অব.) এম আতাউর রহমান পীর, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরী, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব জাকির হোসেন, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকে আগত সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ, সংস্কৃতিকর্মী, শিল্পী, সাংবাদিক এবং সুধীজন উপস্থিত ছিলেন।