শাল্লায় মনুয়া গ্রামের শতবর্ষী মুরব্বি আকবর আলী আর নেই


sylnews24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৪, ২০২৫, ৩:০৯ অপরাহ্ন /
শাল্লায় মনুয়া গ্রামের শতবর্ষী মুরব্বি আকবর আলী আর নেই

হাবিবুর রহমান-হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা ইউনিয়নের মনুয়া গ্রামের প্রবীন মুরব্বি মোঃ আকবর আলী পিতা আলাই বকস্ মিয়া তিনি গত ১২ সেপ্টেম্বর শুক্রবার সকাল ৮ ঘটিকায় নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে মৃত্যু বরন করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যু কালে উনার বয়স হয়েছিল ১শত বছর।

বাদ আছর জানাজা শেষে মনুয়া গ্রামের কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়েছে ।

মৃত্যুকালে তিনি স্ত্রী নুরুন্নেছা বেগম, ২ ছেলে, ১ মেয়ে, দেশেএবং বিদেশে নাতি,নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

মরহুম আকবর আলী শাল্লা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাংবাদিক এম এ কাদের এর বড় ভাই, এবং দেশের একটি সরকারি সংস্থায় কর্মরত ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন এর পিতা।

উনার মৃত্যুতে শাল্লা উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ সহ বিভিন্ন নেতৃবৃন্দ মহান আল্লাহ পাক রাব্বুল আলামীনের দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।