শাল্লায় পূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করলেন বিএনপি নেতা পাবেল চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : সেপ্টেম্বর ২৬, ২০২৫, ৫:২১ অপরাহ্ন /
শাল্লায় পূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করলেন বিএনপি নেতা পাবেল চৌধুরী

হাবিবুর রহমান হাবিব, স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জ২ দিরাই- শাল্লা আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনয়ন প্রত্যাশী এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল, সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ দূর্গা উৎসব উপলক্ষে দশটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা প্রদান করেছেন।

মন্ডপ গুলো হল – শাল্লা ইউনিয়নের শাল্লা আলী নগর পূজা মন্ডপ, খেরুয়ালা পূজা মন্ডপ, বাহাড়া ইউনিয়নের বাহাড়া পূজা মন্ডপ, মোহন খল্লী পূজা মন্ডপ, মুক্তারপুর নওয়া হাটি পূজা মন্ডপ, হবিবপুর ইউনিয়নের সাউদেরশ্রী পূজা মন্ডপ, আটগাঁও ইউনিয়নে মামুদ নগর সার্বজনীন পূজা মন্ডপ, শরীফ পুর পূজা মন্ডপ ও বড় গাঁও পূজা মন্ডপ।

শাল্লা উপজেলা পূজা ফ্রন্টের আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী জানান এ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাবেল এর পক্ষ থেকে তারা সিসি ক্যামেরা গুলো উল্লেখিত পূজা মন্ডপের দায়িত্বশীল ব্যক্তিদের হাতে ২৬ সেপ্টেম্বর শুক্রবার প্রদান করেছেন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুর রাজ্জাক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুবেল আহমেদ দুলাল সহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।