হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)এর সিলেট বিভাগীয় কমিটি গঠন


sylnews24 প্রকাশের সময় : অগাস্ট ২২, ২০২৫, ৮:১৮ পূর্বাহ্ন /
হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)এর সিলেট বিভাগীয় কমিটি গঠন

নিজেস্ব প্রতিবেদক : হিজামা এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)এর ২০২৫-২০২৭ সেশনের দুই বছর মেয়াদী সিলেট বিভাগীয় শাখার আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

আজ ২২ আগস্ট (শুক্রবার) সকালে সিলেট মহানগরীর আম্বরখানার গোল্ডেন টাওয়ারস্থ মুসাব আয়ুর্বেদিক সেন্টারে অনুষ্ঠিত সাধারণ সভার সভাপতি, সংগঠনের উপদেষ্টা বাংলদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের বিভাগীয় শাখার সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুল এ কমিটি ঘোষনা করেন।

সভায় সর্বসম্মতি ক্রমে কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ নাইমুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন মাওলানা মোঃ আমিনুল ইসলাম।

কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো: জাকারিয়া , যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিটন, সাংগঠনিক সম্পাদক সিয়াম আহমদ, আব্দুল্লাহ আবিদ, কোষাধ্যক্ষ সাবিত আহমদ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছাব্বির আহমদ, শিক্ষা, মানব উন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ডা. হাজেরা কুদ্দুছ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নাঈমা আক্তার প্রমুখ। এ সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি পংকজ কুমার রায়, শামীম আহমদ ভুঁইয়া, আমিনুল হক, রমজান আহমদ ফয়েজ, ওলিউর রহমান, সাবিনা ইয়াছমিন, পিয়াংকা দেবী, ওমর ফারুক প্রমুখ ।