সিলনিউজ অনলাইন ডেস্ক : মোঃ আফজাল হোসেন একজন নিবেদিত প্রান সমাজসেবী ও দক্ষ সামাজিক সংগঠক।করোনা মহামারীতে যখন গোটা বিশ্ব থমকে যায়, থমকে যাননি অকুতোভয় মোঃ আফজাল হোসেন। করোনা মহামারি চলাকালীন সময়ে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, পিপিই, খাদ্যসামগ্রী বিতরণ এবং জনসচেতনতা সৃষ্টিতে অনবদ্য ভূমিকা রাখেন। শুধু করোনা নয়, ২০২২ সালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জ জেলার ছাতক ও দোয়ারাবাজার উপজেলার মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ, নতুন ঘর নির্মান করে দেয়াতে সহযোগিতা, মেডিক্যাল ক্যাম্প করতে সহায়তা, ওষুধ বিতরণ সহ নানাবিধ কাজ করেছেন।
মোঃ আফজাল হোসেন পরোপকারী ও সমাজ হিতৈষী একজন মানুষ। অনলাইন প্লাটফর্মে পরিচিত মুখ তিনি। সমাজের নানা অসঙ্গতি তাঁর লেখার মাধ্যমে ফুটে উঠে। সমাজের সার্বিক উন্নয়নে কাজ করেন । লোক চক্ষুর অন্তরালে থাকা প্রতিভাবানদের খোঁজে তুলে ধরেন তাঁর অনুসন্ধানী চোখ দিয়ে। বিভিন্ন সরকারি, বেসরকারি সংস্থার সাথে সমন্বয় সাধন ও যোগাযোগ রেখে সার্বিক উন্নয়নে অনন্য ভূমিকা রাখেন। সার্বিক সমাজ উন্নয়নমুলক কাজে সহায়তা ও পজিটিভ মানসিকতা প্রদর্শনের স্বীকৃতি স্বরূপ ক্লিন ভিলেজ গ্রীন ভিলেজ এর “সোস্যাল হিরো এওয়ার্ড-২০২৩ প্রদান করা হয় আফজাল হোসেন-কে।
গতকাল (৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই এওয়ার্ড প্রদান করা হয়। এ সময় সামাজিক ও সাংস্কৃতিক অঙনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :