সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আল-আমীন চৌধুরী


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ৩০, ২০২৩, ৫:১১ অপরাহ্ন /
সুনামগঞ্জ ২ দিরাই-শাল্লা আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আল-আমীন চৌধুরী

শাল্লা থেকে নিজস্ব সংবাদদাতা : সুনামগঞ্জ২ (দিরাই-শাল্লা) সংসদীয় আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল-মাহমুদ (আল-আমিন চৌধুরী) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৩০ নভেম্বর বৃহস্পতিবার দুপুর ২টায় দিরাই উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।

এর পূর্বে দিরাই উপজেলা আওয়ামী লীগের উদ্যােগে মনোনয়ন দাখিল উপলক্ষে দিরাই বাগানবাড়ি কমিউনিটি সেন্টারে এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে  আল আমীন চৌধুরী বলেন, দিরাই-শাল্লার নেতৃত্বের পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর কানে গিয়ে পৌঁছেছে। দিরাই-শাল্লায় এখন কোন ধরনের উন্নয়ন-ই আটকে থাকবে না।

তিনি আরো বলেন, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দিরাই-শাল্লার কাঙ্ক্ষিত উন্নয়ন করতে হবে। নৌকা প্রতীক জনগণের প্রতীক, নৌকা প্রতীক স্বাধীনতার প্রতীক।  নৌকাকে পাশ করিয়ে দেওয়ার দায়িত্ব দিরাই-শাল্লার জনগণের।

এসময় দিরাই ও শাল্লা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের  নেতৃবৃন্দ সহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।