হাবিবুর রহমান হাবিব-স্টাফ রিপোর্টার ও নাঈম হোসেন শাল্লা প্রতিনিধি,শাল্লা (সুনামগঞ্জ) থেকে : গত ৬ আগস্ট শান্তিগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলের সংবাদ সংগ্রহ করে আসার পথে শান্তিগঞ্জ পয়েন্টে সুলতানপুর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন আরটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদনূর আহমেদ।
তারই প্রতিবাদে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে, সাংবাদিক বাদল চন্দ্র দাসের সভাপতিত্বে ও আমির মাহবুবের সঞ্চালনায় ২৩ আগস্ট শুক্রবার শাল্লা উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন পালন করা হয়।
এসময় অধ্যাপক রুপচান দাস, সাংবাদিক দেলোয়ার হোসেন, প্রীতম দাস, আনোয়ার হোসাইন, পাবেল আহমেদ, নাইম আহমেদ, নিশিকান্ত দাস সহ সুশীল সমাজের প্রমূখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ সাংবাদিক শহীদনূরের উপর যারা অতর্কিত হামলা চালিয়েছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান ।
এছাড়া সাংবাদিকদের জাতির সম্পদ ও সমাজের দর্পণ উল্লেখ করে বক্তাগন আরো বলেন একটি শক্তিশালী অর্থনীতি ছাড়া যেভাবে দেশ চলে না,ঠিক তেমনি সাংবাদিক সমাজ ছাড়া দেশের উন্নতি সাধন করাও সম্ভব নয়। দেশের আনাচে-কানাচেতে সাংবাদিকেরা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতনের শিকার হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে।
আপনার মতামত লিখুন :