হাবিবুর রহমান-হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১৫ এপ্রিল সোমবার শাল্লা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোহাম্মদ এনামুল কবিরের কার্যালয়ে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন, মনোনয়নপত্র দাখিল করেছেন, তারা হলেন- চেয়ারম্যান পদে সাবেক উপজেলা চেয়ারম্যান গণেন্দ্র চন্দ্র সরকার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অবনী মোহন দাস, সাবেক ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস ও এসএম শামীম।
ভাইস চেয়ারম্যান পদে- মোঃ সাইফুর রহমান, আব্দুল মজিদ, অরিন্দম চৌধুরী অপু, কালীপদ রায়, মোঃ হাজিরুল ইসলাম, ফেনী ভূষণ সরকার, প্রদীপ দাশ, বিষ্ণুপদ দাশ, শেখ শহিদুল ইসলাম।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে- শর্বরী মজুমদার, মোছাঃ আলপিনা আক্তার, মর্তুজা আক্তার, মোছাঃ ছায়া মনি আক্তার।
শাল্লা উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার শাহ্ মোহাম্মদ এনামুল কবির দেয়া তথ্য মতে রিটার্নিং অফিসার/ সহকারী রিটার্নিং অফিসারের নিকট অনলাইনে মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ছিল ১৫ এপ্রিল সোমবার ২০২৪ ।
রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৭ এপ্রিল বুধবার,মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ১৮-২০ এপ্রিল বৃহস্পতিবার থেকে শনিবার।
আপিল নিষ্পত্তি ২১ এপ্রিল রবিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ এপ্রিল সোমবার, প্রতিক বরাদ্দ ২৩ এপ্রিল মঙ্গলবার, ভোট গ্রহণ হবে ৮ মে ২০২৪। ভোট গ্রহণের সময়সীমা সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
আপনার মতামত লিখুন :