শাল্লায় শিশির মনির মেধা বৃত্তি চালু


sylnews24 প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২২, ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন /
শাল্লায় শিশির মনির মেধা বৃত্তি চালু

হাবিবুর রহমান হাবিব,স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের শাল্লায় অ্যাড. মোহাম্মদ শিশির মনির মেধাবৃত্তির উদ্বোধন করা হয়েছে। দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের আয়োজনে শনিবার সকালে শাল্লা উপজেলায় টিঅ্যান্ডটি মাঠে এর উদ্বোধন করা হয়।

শাল্লা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস শহীদের সভাপতিত্বে, বাহাড়া মধ্যেরহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা চম্পা তালুকদার ও সাংবাদিক আমির মাহবুবের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  অবসরপ্রাপ্ত (সচিব পদমর্যাদা) জামশেদ আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির। তার পৃষ্ঠপোষকতায় উক্ত মেধাবৃত্তি চালু করা হয়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সনজিৎ কুমার চন্দ, সিনিয়র আইনজীবী মোহাম্মদ শামস উদ্দিন আহমেদ, দিরাই শাল্লা উন্নয়ন ফোরামের উপদেষ্টা মাওলানা নূরে আলম সিদ্দিকী।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শাল্লা সরকারি ডিগ্রি কলেজের  অধ্যাপক অবঃ তরুণ কান্তি দাস, ভাটি বাংলা কলেজের অধ্যক্ষ রন্টু চন্দ্র দাস, গোবিন্দ চন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিপাল দাস মিল্টন, জাতগাওঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনাদি তালুকদার।

উক্ত মেধা বৃত্তি অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকার প্রমূখ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ১৭টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদরাসার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের ২০৪ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এই বৃত্তি পাবেন শিক্ষার্থীরা। পরে সংগঠনের পক্ষ থেকে শাল্লা উপজেলায় ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।