
হাবিবুর রহমান-হাবিব, স্টাফ রিপোর্টার : বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ উপলক্ষে শাল্লা উপজেলা নির্বাহী অফিসের কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার পিয়াস চন্দ্র দাসের সভাপতিত্বে (Empowering young people to create the families they want in a fair and hopeful world) ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এ প্রতিপাদ্যকে সামনে রেখে ১৪ জুলাই সোমবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবুল ফাতাহ সাদী, উপজেলা বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, বাংলাদেশ জামায়াতে ইসলামের শাল্লা উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মোঃ সোহেল আহমদ, দৈনিক শ্যামল সিলেটের শাল্লা উপজেলা প্রতিনিধি বকুল আহমেদ তালুকদার।
এছাড়া আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের এফ ডাব্লিউ ভি ও ডাব্লিউ এ এর প্রমূখ কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।

বক্তাগণ বিশ্ব জনসংখ্যা দিবসের প্রেক্ষাপট, প্রতিপাদ্য ২০২৫, মূল বার্তা, তরুণ প্রজন্মের পছন্দ ও বর্তমান প্রেক্ষাপট, তারুণ্যের প্রত্যাশা ও বিশ্ব নেতৃবৃন্দের করণীয়, জনমিতিক বিভিন্ন তথ্য-উপাত্ত, দেশ ভিত্তিক সুপারিশ কৃত কার্যক্রম, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৫ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম, পরিবার পরিকল্পনা, মা-শিশুস্বাস্থ্য ও কৈশোরকালীন। প্রজননস্বাস্থ্য কার্যক্রমের উল্লেখযোগ্য অগ্রগতির তথ্য-উপাত্ত এর উপর আলোকপাত করে বিস্তর বক্তব্য রাখেন।
আপনার মতামত লিখুন :