মোঃ নাঈম হোসেন (শাল্লা প্রতিনিধি) সুনামগঞ্জ : সুনামগঞ্জের শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের আটগাঁও নতুন পাড়ার মৃত গোলাম হোসেনের ছেলে ছমেদ মিয়া (৫০) নামে এক মৎস্য ব্যবসায়ী পল্লী বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার সংবাদ পাওয়া গেছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায় ৭ জুলাই (রবিবার) দুপুর দেড়টার দিকে ছমেদ মিয়া চামড়া বন্দর থেকে মাছ বিক্রি করে বাড়িতে আসছিলেন। এসময় নিজ গ্রামের পাশে এসে বিদ্যুতের লাইনে ইঞ্জিন চালিত নৌকার বইটা লেগে যায়। বইটা ছাড়াতে গিয়ে তিনি বিদ্যুতের লাইনে লেগে গিয়ে ঘটনাস্থলে মৃত্যবরণ করেন।
এব্যাপারে আটগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আন নোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করেন এবং শাল্লা থানার ওসি(তদন্ত) আহমদ উল্লা ভুঁইয়ার সাথে কথা হলে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :