শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ১৭, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ন /
শাল্লায় পানি উন্নয়ন বোর্ডের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত

হাবিবুর রহমান হাবিব ও শাহরিয়ার পারভেজ নাঈম
শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সংশোধিত কাবিটা স্কীম প্রনয়ন বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২৩-২৪ অর্থ বছরে গঠিত সকল প্রকল্প বাস্তবায়ন কমিটি’র (পিআইসি) সভাপতি ও সদস্য সচিবদের নিয়ে ১৭ জানুয়ারি বুধবার শাল্লা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শাল্লা উপজেলার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ও শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্ জুর আহসান জিসান উপস্থিত ১৩১ পিআইসির সভাপতি ও সদস্য সচিবদের পিআইসির নির্ধারিত সময়ের মধ্যে নীতিমালা অনুযায়ী  সঠিকভাবে কাজ করতে এবং বালি মাটি দিয়ে বাঁধ নির্মাণ না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী (শাখা কর্মকর্তা) মোঃ রিপন আলীর সার্বিক পরিচালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অমিতা রাণী দাশ (ভারপ্রাপ্ত), উপজেলা কৃষি কর্মকর্তা আব্দূল্লাহ আল মাসুদ তুষার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ এনামুল হক, উপ-সহকারী প্রকৌশলী রাসেল আহমেদ প্রমুখ।