শাল্লায় জাতীয় চার নেতা স্মরণে দোয়া ও আলোচনা সভা


sylnews24 প্রকাশের সময় : নভেম্বর ৩, ২০২৩, ৩:০৮ অপরাহ্ন /
শাল্লায় জাতীয় চার নেতা স্মরণে দোয়া ও আলোচনা সভা

শাল্লা-সুনামগঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি : আজ ৩ নভেম্বর জাতীয় জেলহত্যা দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে শাল্লায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনে আসন্ন জাতীয় নির্বাচনে নৌকার কান্ডারী, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ শাল্লা উপজেলা শাখা চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল আমিন চৌধুরী)।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুবল চন্দ্র দাসের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব অজয় তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাহাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিধান চন্দ্র চৌধুরী, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক পিযুষ চৌধুরী, আওয়ামীলীগ নেতা শামা প্রসাদ দাশ, আফজাল মিয়া, শাল্লা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট দিপু রঞ্জন দাস, উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল খালেক, বাহাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পিযুষ চন্দ্র দাস, আটগাঁও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মামুন আল কাওসার, শাল্লা ইউনিয়ন পরিষদের সদস্য নিখিল চন্দ্র দাস, জিয়াউর রহমান, মোঃ জহির মিয়া, যুবলীগ নেতা এসএম জুয়েল, সাদ্দাম হোসেন, ছাত্রলীগ নেতা পলাশ চৌধুরী, শামীম আহমেদ সহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তাগণ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করে, তাদের আদর্শকে বুকে ধারণ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আসন্ন জাতীয় নির্বাচনে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হয়ে নৌকার বিজয়ের লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।