শাল্লায় জয়া সেনের শেষ নির্বাচনী সভায় জনতার ঢল


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ৪, ২০২৪, ২:৪৩ অপরাহ্ন /
শাল্লায় জয়া সেনের শেষ নির্বাচনী সভায় জনতার ঢল

শাল্লা থেকে নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ ২ নির্বাচনী আসনের সতন্র প্রার্থী  ড. জয়া সেনগুপ্তার শাল্লায়  নির্বাচনী শেষ সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ জানুয়ারী বৃহস্পতিবার শাল্লা উপজেলা  সদরে  শাহীদ আলী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে শাল্লা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি  আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে, শাল্লা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রান্টু লাল দাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সতন্ত্র প্রার্থী ড.জয়া সেনগুপ্তা।

এছাড়া আরো বক্তব্য রাখেন শাল্লা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এড. অবনী মোহন দাস, যুক্তরাজ্য শ্রমিকলীগের কার্যকরী সভাপতি ড. শামসুল হক, দিরাই রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন তালুকদার, আওয়ামীলীগ নেতা মুজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক অরিন্দম চৌধুরী সাগর, যুবলীগ নেতা তকবীর হোসেন, অরিন্দম চৌধুরী অপু, এডভোকেট খুরশেদ আলম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক নেতা মিহির দাসসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের  প্রমুখ নেতৃবৃন্দ।

এসময় বক্তাগণ বলেন, দিরাই শাল্লার উন্নয়নের জয়াসেন গুপ্তার কোনো বিকল্প নেই, উন্নয়নের ধারাবাহিকভাবে ধরে রাখতে আগামী ৭ তারিখ কাঁচি মার্কায় ভোট দেওয়ার জন্য উপস্থিত জনতাকে আহবান জানান।