হাবিবুর রহমান হাবিব ও শাহরিয়ার পারভেজ নাঈম শাল্লা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের শাল্লা উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারে অগ্নিকাণ্ডে ৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ধারণা করছেন ।
মঙ্গলবার, ১৬ জানুয়ারি (২ মাঘ) ভোর ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এলাকার লোকজন পুলিশের সহযোগিতায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের শ্যামল সরকার জানান, সকালে একটি রেস্টুরেন্টের কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে একটি কসমেটিকস দোকানসহ ৬টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়।
শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান জিসান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তায় দেওয়া হবে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আপনার মতামত লিখুন :