বিপুল উৎসাহ উদ্দীপনায় শাল্লায় মহান দিবস বিজয় উদযাপন


sylnews24 প্রকাশের সময় : ডিসেম্বর ১৬, ২০২৩, ৩:০১ অপরাহ্ন /
বিপুল উৎসাহ উদ্দীপনায় শাল্লায় মহান দিবস বিজয় উদযাপন

হাবিবুর রহমান হাবিব, শাল্লা সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় যথাযথ মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীনায় মহান বিজয় দিবস ২০২৩ উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মন্ জুর আহসান জিসান, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান  প্রথমে শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন।

সকাল ৮টা ৩০ মিনিটে স্থানীয়  শাহীদ আলী মডেল উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) অমিতা রাণী দাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা,শাল্লা থানার অফিসার ইনচার্জ কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।

পুলিশ,  আনসার,  স্কাউটস, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীগণ কুচকাওয়াজে অংশগ্রহণ করেন।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে শাল্লা উপজেলা  প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, খেলাধুলা, আলোচনা সভা এবং ধর্মীয় প্রতিষ্ঠানে দোয়া ও প্রার্থনা সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

এসময় বিজয় মঞ্চে প্রশাসনের বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন, উপজেলা  প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেন।