শাহ আলমগীর (সিলেট) : শাহ মোশাহিদ আলী ১৯৭১ সালের রণাঙ্গনের একজন বীর মুক্তিযোদ্ধা। হবিগঞ্জ জেলার নবীগঞ্জের মোকামপাড়া গ্রামের কৃতিসন্তান। তাঁর পিতার নাম শাহ ইসমাঈল আলী।
তিনি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার পর জুলাই মাসে ভারতের লোহারবন্দে সংক্ষিপ্ত সামরিক ট্রেনিং শেষ করে দেশে ফিরে যুদ্ধে অংশ নিয়ে ৪নং সেক্টর কমান্ডার মেজর সি আর দত্তের অধীনে সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট ও জকিগঞ্জ অঞ্চলে হানাদার বাহিনীর সহিত বিভিন্ন স্থানে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন।
১৪ই ডিসেম্বর সিলেট স্বাধীন হওয়ার আগ মুহুর্তে জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের কহাইগড় নামক স্থানে এক ভয়াবহ সম্মুখযুদ্ধে লিপ্ত হন। এতে তিনি প্রাণে বেঁচে গেলেও সহপাঠী অনেক মুক্তিযোদ্ধা নিহত ও গুরুতরভাবে আহত হন। বর্তমানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে সিলেট তামাবিল রোডের চিকনাগুল বাজার সংলগ্ন ‘কহাইগড় বীর মুক্তিযোদ্ধাগণের গণকবর’ নামে স্থানটিকে সংরক্ষণ করা হয়েছে। উল্লেখ্য মুক্তিযুদ্ধ শেষে ১৯৭৩ সালে তিনি বিলেতে পাড়ি দেন। দীর্ঘ ৫৩ বছর পর এই প্রথম বারের মত নিজহাতে গণকবর দেয়া উক্ত স্থানটি স্ব-শরীরে পরিদর্শন করেন। এসময় তিনি গণকবরে শায়িত সকল শহীদের সম্মানে মুক্তিযুদ্ধকালীন শেখানো সামরিক সালাম নিবেদন করে ভীষণ স্মৃতিকাতর হয়ে পড়েন। ব্যাক্তিজীবনে বীরমুক্তিযোদ্ধা শাহ মোশাহিদ আলী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় এক সম্ভান্ত মুসলিম পরিবারে বিয়ে করেন এবং তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক। তাঁরা সবাই বিলেতে লেখাপড়া শেষ করে নিজ নিজ কর্মজীবনে প্রবেশ করেছে।
আপনার মতামত লিখুন :