এডভোকেট আব্দুল মালিকের মৃত্যুতে বন্ধুমহল সিলেট’র শোক প্রকাশ


sylnews24 প্রকাশের সময় : জুন ১১, ২০২৫, ৫:২১ পূর্বাহ্ন /
এডভোকেট আব্দুল মালিকের মৃত্যুতে বন্ধুমহল সিলেট’র শোক প্রকাশ

নিজেস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির একজন সুপরিচিত সদস্য এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠক এডভোকেট আব্দুল মালিক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এডভোকেট আব্দুল মালিক ছিলেন সিলেটের তরুণ সাংবাদিক কাইয়ুম উল্লাসের বড় ভাই। তাঁর মৃত্যুতে পরিবার, সহকর্মী এবং আইনজীবী সমাজে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের বাড়ি সিলেট সদর উপজেলার লালাবাজার ইউনিয়নের বাহাপুর গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট আইনজীবী সমিতিতে সক্রিয়ভাবে আইন পেশায় নিয়োজিত ছিলেন এবং সহকর্মীদের কাছে একজন দক্ষ ও সদালাপী আইনজীবী হিসেবে পরিচিত ছিলেন।

তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বন্ধুমহল সিলেটের সহ-সভাপতি ছিলেন । সংগঠনের প্রতিষ্ঠালগ্ন থেকে সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক কর্মকান্ডে ওতোপ্রোতো ভাবে জড়িত ছিলেন।

তাঁর অকাল মৃত্যুতে বন্ধুমহল সিলেটের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক আখলাক উদ্দিন আহমদ  গভীর শোক প্রকাশ করেছেন। আল্লাহ যেন এডভোকেট আব্দুল মালিককে জান্নাতুল ফেরদৌসে স্থান দেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই শোক সইবার তাওফিক দান করেন।