শাল্লায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক


sylnews24 প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৪, ৪:২৮ অপরাহ্ন /
শাল্লায় ফসলরক্ষা বাঁধ পরিদর্শনে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক

হাবিবুর রহমান-হাবিব, শাল্লা (সুনামগঞ্জ) থেকে : সুনামগঞ্জের শাল্লা উপজেলাধীন উদগল হাওর, বরাম হাওর সহ ভান্ডার হাওরের  ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক  এস এম শহীদুল ইসলাম।

২৬ জানুয়ারি শুক্রবার   শাল্লা  উপজেলার ৩২, ৩৩, ৪, ৫, ৬, ৭, ও ৯ নং পিআইসির কাজ পরিদর্শন করেন।

ফসল রক্ষা বাঁধ পরিদর্শন কালে মহাপরিচালক  এস এম শহিদুল ইসলাম কাজের গতি বৃদ্ধি, এবং  পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী ২৮ ফেব্রুয়ারি ২০২৪ এর মধ্যে সঠিকভাবে সকল ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ সমাপ্ত করার জন্য সংশ্লিষ্টদের  প্রতি নির্দেশ প্রদান  করেন।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুইঁয়া,  শাল্লা  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মঞ্জুর আহসান জিসান ,   পানি উন্নয়ন বোর্ড শাল্লা শাখার উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ রিপন আলী,  দিরাই পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী এ টি এম মোনায়েম হোসেন, শাল্লা শাখার সার্ভেয়ার টিটু পাল, জিতেন অধিকারী, ১নং পিআইসি কমিটির সভাপতি অরিন্দম চৌধুরী সাগর  প্রমূখ উপস্থিত ছিলেন।