সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র বলিষ্ঠ নেতৃত্বে অত্যন্ত সফলতার সঙ্গে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। জননেত্রী করোনাকালীন সকল সমস্যা মোকাবিলা করে দেশের গরিব-দুঃখী সহ সকল মানুষের জন্য ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরীব-দুঃখী ও মেহনতি মানুষের জন্য কাজ করছেন। তিনি গরীব অসহায় দুঃখী মানুষের কষ্ট লাঘবে বদ্ধপরিকর।
বুধবার (১২ জানুয়ারি) সকালে আখালিয়া নেহারীপাড়াস্থ ৯নং ওয়ার্ডের কাউন্সিলরের বাসবভনে কাউন্সিলরের সহযোগিতায় মাননীয় প্রধামন্ত্রীর ত্রাণ তহবিল হতে ৪ শত ১০ জনের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা’র মতো সমাজের বিত্তবানদের গরীব দুঃখী অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে। সহযোগিতার হাত প্রসারিত করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠিত করতে হবে।
৯নং ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও আব্দুল জব্বার শাহী ও সিলেট সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড সচিব পিন্টু আহমদের যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মখলিছুর রহমান কামরান।
এসময়ে উপস্থিত ছিলেন এলাকার মুরব্বী দরাজ মিয়া, আবউ তাহেল লাল, সাহেদ আহমদ, আব্দুল্লাহ এ মাছুম, বিপ্লব দেব, বিদ্যুৎ দেব, গবিন্দ দেব, আব্দুস শুকুর, লায়েক মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন :