নিজেস্ব প্রতিবেদকঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগ (১৭ মার্চ-২৬মার্চ) ১০ দিন ব্যাপী কর্মসূচী গ্রহণ করে। এই কর্মসূচী সফল করার লক্ষ্যে আজ ১৮ই মার্চ রোজ বৃহস্পতিবার সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন এর পরিচালনায় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আলোচনা শেষে অঙ্গ ও সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ সংকল্পবদ্ধ হন, তারা জন্মশতবার্ষিকীর যার যার নির্ধারিত দিনের কর্মসূচীর অনুষ্ঠান সুন্দর ও সুশৃঙ্খলভাবে সফল করবেন।
উক্ত সভায় উপস্থিত ছিলেন মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুসফিক জায়গিরদার, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু, মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রকিব বাবলু, কৃষক লীগ নেতা হোসাইন আহমদ ও মহানগর তাঁতী লীগের সভাপতি নোমান আহমদ।
সভায় মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ জাকির হোসেন তাদেরকে জন্মশতবার্ষিকীর নির্ধারিত দিনের কর্মসূচী সকল নেতৃবৃন্দকে নিয়ে সুষ্ঠুভাবে পালনের আহবান জানান।
আপনার মতামত লিখুন :