সিলনিউজ ডেস্কঃঃ রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এলিভেটেড এক্সপ্রেস ফ্লাইওভারের গার্ডার ধসে চীনা নাগরিকসহ চারজন আহত হয়েছেন। রবিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে বিমানবন্দর এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের গার্ডার ধসে পড়ে। এতে দু’জন বাংলাদেশি এবং দু’জন চীনা নাগরিক আহত হন।
পরে, স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিক তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তারা ওই প্রকল্পে কাজ করছিলেন।
আপনার মতামত লিখুন :