সিলনিউজঃ সিলেট -৩ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস এর মরদেহে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয় এবং মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ মরহুমের জানাজায় অংশগ্রহণ করেন। এসময়ে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক,যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, যুব ও ক্রীড়া সম্পাদক সেলিম আহমদ সেলিম, সদস্য ইঞ্জিঃ আতিকুর রহমান সুহেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বিকেল সোয়া ৫ টায় ফেঞ্চুগঞ্জ কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
গত বৃহস্পতিবার (১১ মার্চ) রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান করোনা আক্রান্ত এই সংসদ সদস্য। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
আপনার মতামত লিখুন :