সিলনিউজ ডেস্কঃ সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জের খাগাইলে দ্রুতগামী ট্রাকের চাপায় বুশরা (৫) নামের এক শিশু নিহত হয়েছেন। সে খাগাইল গ্রামের সৌদি আরব প্রবাসী আলীম উদ্দিনের মেয়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। এসময় উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। ঘটনার সময় মেয়েটির দাদা আহত হন।
খবর পেয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশ নিহত বুশরার লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় খাগাইল এমএসবি ব্রিকস এর সামনে দিয়ে বঙ্গবন্ধু মহাসড়ক পার হচ্ছিল বুশরা ও তার দাদা। এ সময় ভোলাগঞ্জ থেকে ছেড়ে আসা বেপরোয়া গতির একটি ট্রাক তাদেরকে চাপা দেয়। মেয়েটির দাদা বেঁচে গেলেও বুশরার মাথার উপর দিয়ে ট্রাক চলে যায়।
গোয়াইনঘাট সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ জানান, শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় জনগণ উত্তেজিত হয়ে সড়ক অবরোধ করে এবং ট্রাকে আগুন দেয়। প্রাথমিক ভবে স্থানীয়দের সাথে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেয়া হচ্ছে।
আপনার মতামত লিখুন :