Monday, 16 September, 2019

সোমবার বসবে পদ্মা সেতুর ১২তম স্প্যান


সিলনিউজ অনলাইনঃ আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল ৬ মে (সোমবার) বসবে পদ্মা সেতুর ১২তম স্প্যান। এটি বসলে ১৮০০ মিটার দৃশ্যমান হবে। গত শুক্রবার মাওয়া ও জাজিরার মাঝামাঝি ২০ ও ২১ নম্বর পিলারের উপর বসানোর কথা ছিল। সে লক্ষে সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় ঘূর্ণিঝড় ফণী।

এর আগে সর্বশেষ ২৩ এপ্রিল জাজিরায় ১১তম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে ১৬৫০ মিটার সেতু দৃশ্যমান হয়।

এছাড়া ১০ মে পদ্মা সেতুর ১৩তম স্প্যান ওঠার কথা রয়েছে। এ লক্ষে এখন শেষ সময়ের প্রস্তুতি চলছে। ৩-বি নামের এই স্প্যানটি মাওয়া প্রান্তের ১৪ ও ১৫ নম্বর খুঁটির ওপর বসানো হবে স্প্যানটি।

সর্বশেষ সংবাদ

ফেসবুকে সিলনিউজ২৪