Monday, 16 September, 2019

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ চার দিনের সফরে সিলেট এসেছেন


সিলনিউজ:: ৪ দিনের সফরে রবিবার সিলেট এসেছেন সাবেক শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদ এমপি।

১৯ মে রবিবার দুপুর ১.৩০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌছান।

এসময় তাকে স্বাগত জানান সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী,গোলাপগঞ্জ পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল,গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ,গোলাপগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ,জেলা স্বেচ্ছাসেবকলীগেরর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান সহ নেতৃবৃন্দ।

সেখান থেকে সরাসরি গোলাপগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত নুর মিয়ার বাড়িতে যাবেন এবং প্রধানমন্ত্রী কর্তৃক অনুদানের চেক নুর মিয়ার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করবেন।

সফরকালে তিনি গোলাপগঞ্জ-বিয়ানীবাজার উভয় উপজেলায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন, নতুন কাজের ভিত্তি প্রস্তর স্থাপন, অসুস্থ নেতা-কর্মীদের সাথে সাক্ষাৎ সহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহণ করে এবং আগামী ২২মে দুপুরে ঢাকার উদ্যেশে রওয়ানা করবেন।

সর্বশেষ সংবাদ

ফেসবুকে সিলনিউজ২৪