Monday, 16 September, 2019

নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু


সিলনিউজ অনলাইনঃ নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৪ কৃষকের মৃত্যু হয়েছে। এদিকে, কালবৈশাখী ঝড়ে রংপুর ও ঠাকুরগাঁওয়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে।

আজ ১৭ মে (শুক্রবার) ভোরে রংপুরের পীরগাছা উপজেলার কালিতলা, পিয়ারপাড়াসহ প্রায় ৬টি গ্রামের ওপর দিয়ে কালবৈশাখী ঝড় বয়ে যায়। কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ে। ভুট্টাসহ বিভিন্ন ফসলি জমির ক্ষতি হয়েছে।

ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার বাংরোড গ্রামের ওপর দিয়েও বয়ে যায় কালবৈশাখির তাণ্ডব। লন্ডভন্ড হয়ে যায় বেশকিছু ঘরবাড়ি, উপড়ে পড়ে গাছপালা। এ অবস্থায় ঘরবাড়ি হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের খোঁজ নেননি বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।

সর্বশেষ সংবাদ

ফেসবুকে সিলনিউজ২৪