Thursday, 19 September, 2019

ঈদকে সামনে রেখে বেড়েছে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ


সিলনিউজ অনলাইনঃ আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের প্রবাহ বেড়েছে। চলতি মে মাসের প্রথম ২৪ দিনে ১৩৫ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে এসেছে। অর্থ আসার এই প্রবাহ অব্যাহত থাকলে এ মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসবে বাংলাদেশে। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ তথ্য জানিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি মাসের প্রথম ২৪ দিনে দেশে ১৩৫ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এ হিসাবে গড়ে প্রতিদিন রেমিট্যান্স এসেছে প্রায় পাঁচ কোটি ৬২ লাখ ডলার । এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে চলতি মে মাস শেষে ১৭০ কোটি ডলার ছাড়িয়ে যেতে পারে। যা এর আগে কখনই হয়নি। মাসের হিসাবে বাংলাদেশে এটি হবে এ যাবৎকালের সর্বোচ্চ রেমিট্যান্স আহরণ।