Monday, 16 September, 2019

আবু নসরের বাসায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন


সিলনিউজঃঃ সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জাতীয় পরিষদের সাবেক সদস্য এডভোকেট আবু নসরকে দেখতে তার বাসায় গেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন।

আজ শুক্রবার ইফতারের পর নগরীর মেন্দিবাগস্থ আবু নসরের বাসায় যান মন্ত্রী।

এ সময় তার সাথে ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা পরিষদ সদস্য শামীম আহমদ প্রমুখ।

আবু নসরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ড. মোমেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মোমেনের সফলতা কামনা করেন আবু নসর।

সর্বশেষ সংবাদ

ফেসবুকে সিলনিউজ২৪