সিলনিউজ বিনোদন ডেস্কঃ আগামী ১৫ ফেব্রুয়ারি বাউল শাহ আব্দুল করিমের ১০২ তম জন্মদিন।এ উপলক্ষে ৯ ফেব্রুয়ারি ( শুক্রবার ) বিকাল ৩ ঘটিকায় দেশ টিভিতে তিব্বত লাক্সারী সোপ প্রিয়জনের গান অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন প্রদ্বীপ মল্লিক ও তন্বী দেব।
দেশে-বিদেশে শাহ আব্দুল করিমের গান গেয়ে সুনাম অর্জন করেন এই দুই শিল্পী। জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ এ অনুষ্ঠানে শাহ আব্দুল করিমের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন সিলেটের এই দুই খ্যাতিমান শিল্পী।
শিল্পী প্রদ্বীপ মল্লিক জানান, আব্দুল করিমের গানের সহজ সরল কথার গাঁথুনি মানুষকে এতটাই আকৃষ্ট করেছে যে, তাঁর লেখা গানেই তিনি বেঁচে থাকবেন হাজার বছর। এই স্পেশাল দিনে শুধু মাত্র শাহ আব্দুল করিমের গান নিয়েই আমরা থাকবো দেশ টিভিতে।
তিনি আরও জানান, অনুষ্ঠানে দর্শকদের অনুরোধের গানও পরিবেশন করবেন।তাই দেশ-বিদেশে বসবাসরত সঙ্গীত পিপাসু শ্রোতাদের স্বপরিবারে অনুষ্টানটি দেখার আমন্ত্রণ জানান।