সিলনিউজটুয়েন্টিফোরডটকম ::: রাজধানীর পশ্চিম নাখালপাড়ায় র্যাবের অভিযানে সন্দেহভাজন তিন জঙ্গি নিহ হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য।
নিহত তিন জনই পুরুষ। তাদের আনুমানিক বয়স ২০ থেকে ২৫ বছর। উদ্ধার করা হয়েছে গ্রেনেড, পিস্তল ও সুইসাইডাল ভেস্ট। ঘটনাস্থলে দুইটি পরিচয়পত্র পাওয়া গেছে। সেখানে দুই জনের নাম জাহিদ ও সজীব লেখা রয়েছে। পরিচয়পত্র দুইটি আসল কি না তা এখনো নিশ্চিত নয়।
এ মাসের ৪ তারিখে রুবি ভিলা নামের বাড়িটির পাঁচ তলায় ভাড়া থাকতে শুরু করে নিহত এই তিন জঙ্গি। এ ঘটনায় বাড়ির মালিক ও কেয়ারটেকার রুবেলকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
আটক করেছে র্যাব। তবে বাড়ির মালিক সাব্বির আহমেদ এ বিষয়ে কিছুই জানেন না বলে র্যাবের কাছে জানিয়েছেন। রাত দুইটা থেকে জঙ্গি আস্তানা সন্দেহে পশ্চিম নাখালপাড়ায় রুবি ভিলা নামের বাড়িটি ঘিরে রাখে র্যাব। রাত সাড়ে তিনটার দিকে শুরু হয় অভিযান।
ভোর সাড়ে ছয়টার দিকে র্যাবকে লক্ষ্য করে গ্রেনেড ছোঁড়ে জঙ্গিরা। এরপর শুরু হয় র্যাবের মূল অভিযান। ভেতরে থাকা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে বাড়িটির ভেতর কাজ শুরু করেছে বোমা নিষ্ক্রিয়করণ দল।
নিরাপত্তার জন্য পশ্চিম নাখালপাড়া থেকে ছাপড়া মসজিদ এলাকা পর্যন্ত পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে।