Tuesday, 23 July, 2019

চলে গেলেন শক্তিমান অভিনেতা বিনোদ খান্না। শোকস্তব্ধ বলিউড।


সিলনিউজ২৪.কমঃ ৭০ বছর বয়সে চলে গেলেন বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেতা বিনোদ খান্না।

সত্তরের দশকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন করেছেন অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্র প্রমুখের সঙ্গে। এরপর একটা সময় তিনি রূপালি পর্দা থেকে সরে যান। পরে আবার ফিরে এলেও সেই নায়কোচিত মহিমা আর ফিরে আসেনি। তারপরও তার প্রয়াণে শোকস্তব্ধ বলিউড।

বলিউডের তারকারা তার প্রয়াণে গভীর শোকাহত। বিনোদ খান্না সম্পর্কে নিজেদের অভিব্যক্তি তুলে ধরলেন নিজ নিজ অবস্থান থেকে।

হেমা মালিনীঃ আমার সঙ্গে বিনোদ খান্নার শেষ ছবি ‘এক থাই রানী’। চমৎকার একজন মানুষ ছিলেন তিনি। ক্ল্যাসিক এক অভিনেতা। তিনি শুধু আমার সহকর্মী ছিল না, ছিল প্রিয় বন্ধুও। তার আত্মা শান্তি পাক-এ কামনা করি।

নানা পাটেকারঃ একজন সুপারস্টার ও মহৎ মানুষের মৃত্যু হলো আজ। যতদিন তিনি জীবিত ছিলেন, ততদিনই আমাদের ভালোবাসা ও অনুপ্রেরণা দিয়ে গেছেন। আপনার মতো একজন মানুষকে চূড়ান্ত বিদায় জানানো খুব কঠিন। ওম শান্তি।

অনুপম খেরঃ শুধু পর্দায় নয়, পর্দার বাইরেও বিনোদ খান্না ছিলেন জাদুকরী মানুষ। ব্যক্তিজীবনেও চুম্বকের মতো আকর্ষণ করতেন তিনি। তিনি ছিলেন দয়ালু, স্নেহশীল ও সাহায্যপরায়ণ। তার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারা নিজের সৌভাগ্য বলে মানি।

ঋষি কাপুরঃ বিনোদ খান্না আমার বন্ধু ছিল। আজ তার সঙ্গে কাটানো ভালো মুহূর্তের কথা মনে পড়ছে। বন্ধু আল বিদা। ভালো থেকো।

শত্রুঘ্ন সিনহাঃ আজ সবার জন্য একটি খারাপ দিন। একটি বেদনার দিন। আমার দোয়া ও সমবেদনা রইল বিনোদ পরিবারের জন্য।

অক্ষয় কুমারঃ স্যার বিনোদ খান্নাকে হারানো সত্যিই আমাদের জন্য খুব দুঃখজনক। আমার সমবেদনা রইল স্যারের পরিবারের জন্য।

কারন জোহরঃ পর্দায় তার উপস্থিতি ছিল অসাধারণ। তিনি ছিলেন সুপারস্টার। বিনোদ খান্না আমাদের মাঝে বেঁচে থাকবেন সবসময়।

বিবেক ওবেরয়ঃ কিংবদন্তি শিল্পীরা সবসময় কাজের মধ্যে বেঁচে থাকেন। স্যার আপনিও আপনার কাজের মধ্যে আজীবন বেঁচে থাকবেন।

আনুশকা শর্মাঃ একজন সত্যিকারের নায়ক হিসেবে তিনি আমাদের হৃদয়ে বেঁচে থাকবেন।

সিদ্ধার্থ মালহোত্রাঃ বিনোদ খান্না স্যারের মৃত্যুর খবর শুনে খারাপ লাগছে। তার কাছ থেকে শেখার ছিল অনেক কিছু। তার আত্মার শান্তি কামনা করছি।

0 comments on “চলে গেলেন শক্তিমান অভিনেতা বিনোদ খান্না। শোকস্তব্ধ বলিউড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *