Saturday, 17 August, 2019

ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশুসহ আরও ৫ জনের মৃত্যু


সিলনিউজ অনলাইনঃ ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা, খুলনা ও লক্ষ্মীপুরে শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে মাহবুবুল্লাহ হক, ঢাকা মেডিকেলে বিল্লাল ও সোহরাওয়ার্দী হাসপাতালে ৮ বছরের শিশু সামিয়ার মৃত্যু হয়।

এর আগে রাতে খুলনা মেডিকেল ও লক্ষ্মীপুরে ২ জনের মৃত্যু হয়। লক্ষ্মীপুরে মারা যাওয়া ৪ বছরের শিশুটির নাম পরশ। পরিবার থেকে জানানো হয়েছে, শারীরিক অবস্থার অবনতি হলে লহ্মীপুর থেকে শিশুটিকে নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিলো। পথেই মৃত্যু হয় তার। এর আগে সোমবার, ঈদের দিন ঢাকায় এক শিশুসহ ৪ জন এবং রাজশাহীতে একজনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, আজ বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২০০ জন।